লাইফস্টাইল ডেস্ক : নিজেকে সুন্দর দেখাতে কে না চায়! আর সৌন্দর্যের ক্ষেত্রে ফ্যাশনটাও গুরুত্বপূর্ণ।
কারণ ফ্যাশনের মাধ্যমে সৌন্দর্য, আধুনিকতা, ব্যক্তিত্ব প্রকাশ পায়। আর তাই জামাকাপড় থেকে মানুষের পরিধেয় সবকিছুতেই এখন নতুন নতুন ফ্যাশনের ছোয়া।
পায়ের জুতাও বাদ নেই ফ্যাশনের তালিকা থেকে। বরঞ্চ পায়ের জুতাতে ফ্যাশনটা ভালোভাবে প্রকাশ পায়। আর তাই বাজারে নানা বৈচিত্র্যময় ও ফ্যাশনেবল জুতায় ভরপুর।
তবে চাইলে জুতার ফিতা বাঁধায়ও ফ্যাশন হিসেবে নিজস্ব স্টাইল প্রকাশ করতে পারেন। লাইফস্টাইল টিপস বিষয়ক জনপ্রিয় ফেসবুক পেজ ‘৫ মিনিট ক্রাফট’-এ স্নিকার্সের ফিতা বাঁধার দারুন ৫ স্টাইল নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কেডস বা স্নিকার্সে ফিতা বাঁধার ৫টি ফ্যাশনেবল স্টাইল দেখে নিন।
রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৬/ফিরোজ