বিনোদন

বিশেষ একজনের জন্য ফারিয়ার গান (ভিডিও)

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার। চিত্রনায়িকা হিসেবেই পর্দায় হাজির হয়েছেন তিনি। তার অভিনয় আর শরীরী সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন দর্শক। এবার এ নায়িকা কণ্ঠে তুলেছেন গান। তবে কোনো সিনেমার জন্য নয়, গ্রিণ রুমে খালি কণ্ঠে গান গাইলেন এই অভিনেত্রী। আর তার গাওয়া গানের ভিডিওটি শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘গ্রিণ রুম সিঙ্গার’।প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাদা রঙের সালোয়ার-কামিজ পরিহিত লাস্যময়ী ফারিয়া। এক হাতে ফোন ধরে গাইছেন ‘প্রিয়া তোরে বিনা’ শিরোনামের গানটি। ভিডিওর শেষের দিকে ফারিয়া বলেন, ‘এই গানটি আমার খুব প্রিয়। তবে গানটি গাইলাম বিশেষ একজনের জন্য।’ তবে বিশেষ একজন কে সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী। তাই খুব স্বাভাবিকভাবে ‘বিশেষ’ এই ব্যক্তিকে নিয়ে তার ভক্তদের মনে শুরু হয়েছে কৌতূহল।   ‘প্রিয়া তোরে বিনা’ শিরোনামের গানটি ‘বাদশা’ সিনেমার। ফারিয়া-জিৎ অভিনীত এই সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন  কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।দেখুন : ফারিয়ার গাওয়া গান

রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৬/শান্ত/মারুফ