বিনোদন

অপুর চোখে শাকিবের মরণ (ভিডিও)

বিনোদন ডেস্ক : ‘গল্প উপন্যাসে পড়েছিলাম- একটি রাজ্যে দুটি সম্রাট থাকতে পারে না। যেখানে সম্রাট আর সম্রাটের নাম নিশানা পাওয়া যাবে সেখানেই সম্রাটের অধ্যায় শেষ করে..।’ নেপথ্য কণ্ঠে এ সংলাপ বলেন খলনায়ক মিশা সওদাগর। তার পরের দৃশ্যে মোটর বাইকের উপর শুয়ে থাকতে দেখা যায় কলকাতার ইন্দ্রনীল সেন গুপ্তকে। কিছুক্ষণ পর কোমর থেকে রিভলভার বের করে গুলি করতে থাকেন তিনি। একে একে আরো দেখা যায়, অ্যাকশন দৃশ্য। ‘সম্রাটকে মেরে ফেলা শুধু কল্পনাই করা যায় কিন্তু যায় না’ নেপথ্য কণ্ঠে এ সংলাপের মধ্যে দিয়ে হাজির হন কিং শাকিব খান। এরপর অপু বিশ্বাসের সঙ্গে বেশ কিছু রোমান্টিক দৃশ্য চোখে পড়ে। শাকিবকে বলতে শোনা যায়, ‘তোমার চোখে আমার মরণ।’ বলছি, সম্রাট সিনেমার ট্রেইলারের কথা। ২ মিনিট ২১ সেকেন্ড দৈর্ঘ্যের এ ট্রেইলারে এমন অ্যাকশন-রোমান্সের দৃশ্য দেখা যায়।      গতকাল সোমবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই ট্রেইলারটি। ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব-অপু অভিনীত ‘সম্রাট’ সিনেমাটি।  মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে সম্রাট : দ্য কিং ইজ হেয়ার। এতে সম্রাট চরিত্রে অভিনয় করেছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। আর রাজার ভূমিকায় দেখা যাবে ভারতের হিন্দি ও বাংলা সিনেমার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।দেখুন : ‘সম্রাট’ সিনেমার ট্রেইলার

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৬/শান্ত/মারুফ