অহ নওরোজ : গহনার বাজারে সোনার দামের তর তর করে ঊর্ধ্বমুখী যাত্রার দরুন, সোনার বিকল্প হিসেবে ব্যাপক চাহিদা ইমিটেশনের গহনা।
একদম সোনার মতো দেখতে ইমিটেশন গহনার চাহিদা এখন আকাশচুম্বী। ঈদ উপলক্ষে সেই চাহিদা এখন দেখার মতো। নানা রকম পাথর ও পুঁতির সংযোজনে বাহারি নকশার ইমিটেশন গহনা এই ঈদে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বিভিন্ন বিপনি বিতানেই পাওয়া যাচ্ছে ইমিটেশনের গহনাগুলো। পাশাপাশি পছন্দ করতে পারেন নানান ধাতব অলঙ্কার বা গোল্ড প্লেটেড অলঙ্কার।
রাজধানীতে বিভিন্ন মার্কেটে বড়দের কানের দুল ছোট-বড় সাইজের ইমিটেশন ও পাথরের পাওয়া যাবে ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। হাতের ব্রেসলেট ২০০ থেকে ৪০০, চুড়ি গোল্ডেন অ্যান্টিক, সুতার কাজ করা সেটসহ ২০০-৪৫০, পায়েল ১০০-২০০, থাই কাঁকড়া নর্মাল ৫০, স্টোন বসানো ১৫০, স্টোন বসানো সাইড কিপ ১০০-১৫০, রিং ১০০-৩০০, লকেট ১০০ ও স্টোন বসানো গলার সেট ৬০০ টাকার মধ্যে ইত্যাদি।
এসবের পাশাপাশি পাওয়া যাচ্ছে হ্যান্ডমেইড কাঠের, মেটাল, পিওর সিলভার, অক্সি-সিলভার, গোল্ড পলিশ, গোল্ড প্লেটেড ইত্যাদির গহনা। এসব গহনার মধ্যে নেকলেস, মাদুলি, ঝুমকা, কানের দুল, ফিঙ্গার রিং, খোঁপার কাঁটা, বাজু, পায়েল, ব্রেসলেট, পায়েল ইত্যাদি রয়েছে। ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফোরাল, জিওমেট্রিক ইত্যাদি মোটিফ।
মেটালের তৈরি বিভিন্ন গহনা পাওয়া যাচ্ছে ৪৫০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে। সিলভারের মধ্যে পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৩ হাজার টাকা, গোল্ড প্লেটেড ও গোল্ড পলিশ করা গহনাগুলো পাওয়া যাচ্ছে ২ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে। আর এর বাইরে কাঠের জুয়েলারি পাওয়া যাচ্ছে ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে। নিউমার্কেটে পাওয়া যাবে বিশেষ ধরনের গলায় ও কানের সেটের ক্ষেত্রে তামা, মেটাল ইত্যাদির সেট। মূল্য পড়বে ৩০০ থেকে শুরু করে ১ হাজার ৪০০ টাকার মধ্যে। ইমিটেশনের ওপর স্টোন ও পার্লের কাজ করা আধুনিক গহনার সঙ্গে রয়েছে গোল্ড প্লেটের ওপর স্টোনের কাজ করা জয়পুরী, রাজস্থানী ও কাশ্মিরী চুড়িও।
রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটেই রয়েছে গহনার দোকান। তবে গাউছিয়া মার্কেটের সামনে ইমিটেশন গহনার দোকানগুলো হচ্ছে কমদামে গহনা কেনার সবচেয়ে ভালো জায়গা। ফুটপাথের এসব দোকানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। এসব দোকানে কানের দুল, মালা, চুলের ক্লিপ হিজাবের ব্রুজ প্রভৃতির বিক্রি বেশি।
রাইজিংবিডি/ঢাকা/৩ জুলাই ২০১৬/ফিরোজ