নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অন্তত ৩০টি বাড়িতে চোলাই মদবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জিয়লমারি, উছড়াকান্দী ও লালমাটিয়া গ্রামে এই অভিযান চলে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আহসানের নেতৃত্বে একদল পুলিশ ওই তিন গ্রামে চোলাই মদবিরোধী অভিযান চালায়।
এ সময় অন্তত ৩০টি বাড়ি থেকে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। তবে সেসব বাড়ি থেকে কোনো চোলাই মদ উদ্ধার করা যায়নি। কাউকে আটকও করা যায়নি। গ্রামে পুলিশি অভিযান শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়লে চোলাই মদ তৈরিকারীরা পালিয়ে যান।
প্রসঙ্গত, মঙ্গলবার জেলার চারঘাট উপজেলার গৌরশহরপুর সুইপার কলোনিতে বিষাক্ত চোলাই মদ পান করে ৫ জন মারা যান। পরে আজ বুধবার মারা যান আরও ২ জন।
রাইজিংবিডি/রাজশাহী/২০ জুলাই ২০১৬/তানজিমুল হক/রিশিত