জাতীয়

দোল উৎসব উদ্‌যাপন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় আনন্দ-উৎসবের মধ্যে উদ্‌যাপন করা হল হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব হোলি।বুধবার সকালে শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী-পুরুষ একে অপরকে আবিরের রং-এ রাঙিয়ে হোলিকে বরণ করে নেয়।

এছাড়া সারাদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, প্রসাদ বিতরণসহ আরো অনেক কর্মসূচী। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা।

অশুভ শক্তির বিরুদ্ধে সত্যের জয়ের প্রতীক হিসেবে প্রতি বছরের মতো এবারও রং বেরং এর আবির উড়িয়ে বসন্তোৎসব দোল উদযাপন করলেন ভারতীয়রা।

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন। সেই থেকেই দোল খেলার শুরু।

শীতের শেষে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হোলি বা দোলযাত্রা। আগের দিন খড়, কাঠ, বাঁশ জ্বালিয়ে আয়োজন করা হয় বহ্নুৎসব বা হোলিকা দহন। এসময় আসছে বছরের জন্য শুভকামনা প্রার্থণা করেন সনাতন ধর্মাবলম্বিরা।

ছোটদের কাছে হোলি বরাবরই একটু বেশিই রঙ্গিন। হবে নাই বা কেন, উজ্জ্বল সব রং এর সাথে তাদের জন্য থাকে বিশেষ সব উপহার। আবির গুলাল আর মিষ্টি ছাড়া হোলির কথা চিন্তা করা না গেলেও এবারে কিছুটা ভিন্ন ভাবে হোলি পালন করছেন মুম্বাইবাসী। পানির অপচয় রোধে সচেতন হতেই শুকনো রং ব্যবহার করেছেন তারা।