সচিবালয় প্রতিবেদক : প্রতিটি যানবাহনের একটি অনুমোদিত আকার ও কাঠামো থাকে। কিন্তু কিছু মালিক যানবাহনের আকার পরিবর্তন করে বড় করে। ৩০ নভেম্বরের পর এসব পরিবর্তিত আকারের কোনো যানবাহন দেশে চলবে না বলে ঘোষণা দিয়েছে সরকার।
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রণালয়ে সড়ক পরিবহন বিষয়ক এক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। পরে সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, যে কাঠামো এবং আকারে গাড়ি অনুমোদন নেওয়া হবে, সে আকারেই চালাতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে যেসব বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের আকার পরিবর্তন করা হয়েছে, তা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সড়ক নিরাপত্তা, সড়ক ও মহাসড়কের ক্ষয়ক্ষতি রোধসহ জানমালের নিরাপত্তার স্বার্থে বিআরটিএর এ নির্দেশনা উপেক্ষা করে যেসব বাস, ট্রাক ও কভার্ড ভ্যানের আকার-আকৃতি পরিবর্তন বা বর্ধিত করবে, তাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। এ বিষয়ে বিআরটিএকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কিছু অসৎ ব্যবসায়ী পোড়া মবিল রিফাইন করে গণপরিবহনে ব্যবহার করছে।
এসব পোড়া মবিলের কারখানা চিহ্নিত করে দ্রুত বন্ধ করা হবে। কেননা, এসব মবিল যেসব গাড়িতে ব্যবহার করা হয়, সেসব গাড়ির ইঞ্জিনের আয়ু কমে যাওয়ার পাশাপাশি এসব গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া আমাদানি করা গাড়ির টায়ার সঠিক মানের কিনা তা বিএসটিআইয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে। এসব ব্যাপারে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।
সভায় অন্যান্যের মধ্যে বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামসুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রহিম বক্স দুদুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অধ্যাপক ড. মো. শামসুল হক স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রস্তুত করা ট্রাক ও কাভার্ড ভ্যান এবং বাংলাদেশে মালবাহী গাড়ির আকার পরিবর্তন করায় সংঘটিত দুর্ঘটনার কথা তুলে ধরেন। এ সময় তিনি জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৬/আসাদ/রফিক