সারা বাংলা

মোহন মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুর  প্রতিনিধি : ‘চৌধুরী ইউসুফ আলী ওরফে মোহন মিয়া ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অসম্ভব মানব দরদী এক রাজনীতিবিদ। পদ-পদবী ও ক্ষমতার মোহ উপেক্ষা করে তিনি আজীবন মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন।’

 

শনিবার বিকেলে ফরিদপুর শহরের কমলাপুর এলাকার ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চৌধুরী ইউসুফ আলী ওরফে মোহন মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

 

অধ্যাপক এবিএম আবদুস সাত্তারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মোহন মিয়ার দৌহিত্রা বিএনপি নেত্রী নায়াব ইউসুফ চৌধুরী।

 

বক্তারা বলেন, দেশের বর্তমান ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য এখন মোহন মিয়ার মতো আদর্শবাদী নেতার দরকার।

 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন-  বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সহসভাপতি এএফএম কাইয়ুম, জাফর হোসেন বিশ্বাস, ফরিদপুরের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এমএ সামাদ, আলী আশরাফ নান্নু, রউফ উন নবী প্রমুখ।

 

সভা শেষে মোহন মিয়ার রুহের মাগফেরাত  কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাবা ছিলেন মোহন মিয়া।

   

রাইজিংবিডি/ফরিদপুর/২৬ নভেম্বর ২০১৬/মনিরুল ইসলাম টিটো/রিশিত