রাহাত সাইফুল : জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই গুণী অভিনেতা। তার দরাজ কণ্ঠের সংলাপ এখনো সিনেমাপ্রেমীদের মুখে মুখে। চলচ্চিত্রের পর্দায় তাকে অধিকাংশ সময়ই প্রভাবশালী ও ভয়ানক চরিত্রে দেখা গেছে। এ অভিনেতার নাম শুনলে হয়তো অনেকের বুক কেঁপে উঠে, আর সরাসরি কথা বলাটা আরো ভয়ের। আজ সোমবার (৯ জানুয়ারি) প্রথমবারের মতো মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে অভিনয় করছেন আঁচল আঁখি। প্রথমত তার সঙ্গে কাজ করতে গিয়ে ভয় পেয়েছিলেন আঁচল। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি। এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘এত বড় মাপের একজন অভিনেতার সঙ্গে অভিনয় করতে গিয়ে প্রথম প্রথম একটু ভয় পেয়েছিলাম। পরে তার সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম তিনি অনেক হেল্পফুল। কিভাবে সংলাপ বলব এসব বিষয় পরিচালকের পাশাপাশি তিনিও আমাকে দেখিয়ে দিয়েছেন। সত্যি তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখছি এবং ভালো লাগছে। এখন আর কোনো ভয় নেই। রিলাক্সে কাজ করছি।’
তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রের পর্দায় তাকে যেভাবে সংলাপ বলতে দেখেছি ঠিক এ সিনেমাতেও সেভাবেই সংলাপ বলেছেন। শুনতে ভালো লাগছে। দর্শক এ সিনেমায় তাদের প্রিয় অভিনেতাকে ফিরে পাবেন।’ শুটিংয়ের দৃশ্য প্রসঙ্গে আঁচল বলেন, ‘ডিপজল ভাইয়ের সঙ্গে আমার পুরোনো প্রেম থাকে। তিনি গ্রামের একজন সৎ লোক। এটা গ্রামের সবাই জানেন। আজকে আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসি। এসে আমার বাবাকে বলি আমি আলীকে বিয়ে করব। কিন্তু বাবা কিছুতেই সৎ ছেলের সঙ্গে বিয়ে দিবেন বলে জানিয়ে দেন। এমন দৃশ্যের শুটিং আজ করেছি।’ ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ শিরোনামের এ সিনেমায় ডিপজলের নাম আলী আর আঁচলের নাম বকুল। এখানে আঁচলের বাবার চরিত্রে অভিনয় করছেন খল অভিনেতা মিজু আহমেদ। গত ৩১ ডিসেম্বর এ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। গত ১ জানুয়ারি থেকে এর শুটিং শুরু হয়েছে। এ সিনেমায় ডিপজল-আঁচল ছাড়াও অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-অমৃতা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৭/রাহাত/শান্ত