নিজস্ব প্রতিবেদক : অ্যাডভোকেট ইব্রাহিম খলিল মজুমদারকে চেয়ারম্যান ও অ্যাডভোকেট মো. শাহরিফ হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২১/২, কোর্ট হাউজ স্ট্রিট আহসান মেনশন, রুম নং-১১, জজ কোর্ট, ঢাকা-১০০০ এ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা বিচারপতি শিকদার মকবুল হক এ কমিটি ঘোষণা করেন। কমিটির কার্যনির্বাহী অন্যান্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান মো. আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, অর্থসচিব ডা. শারমিন সুলতানা ইভা, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোসা. সালমা বেগম ও মো. মেহেদী হাসান সবুজ। ২০০৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ঢাকা জজ কোর্টসহ দেশের বিভিন্ন আদালতে বিনামূল্যে দুস্থ মানুষকে আইনি সেবা দিয়ে আসছে লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস। নতুন কার্যনির্বাহী কমিটি এই আইনি সেবা আরো বেগবান করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/সাইফুল