খেলাধুলা

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ

ক্রীড়া ডেস্ক : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট ম্যাচ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। কোন কোন চ্যানেলে দেখা যাবে এই টেস্ট ম্যাচটি চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট ম্যাচটি বাংলাদেশের দীপ্ত টিভিতে দেখানো হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ভারতের জনপ্রিয় স্পোর্টস টিভি চ্যানেল ‘স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১, স্টার স্পোর্টস এইচডি-৩। স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস এইচডি-১ এ দেখা যাবে ইংরেজি ধারাভাষ্যসহ। আর স্টার স্পোর্টস-৩ ও স্টার স্পোর্টস এইচডি-৩ তে দেখা যাবে হিন্দি ধারাভাষ্যসহ। এ ছাড়া আরো দেখা যাবে- যুক্তরাজ্যে : স্কাই স্পোর্টস টু অস্ট্রেলিয়ায় : ফক্স স্পোর্টস ফাইভ, মার্কিন যুক্তরাষ্ট্রে : উইলো স্পোর্টস, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় : ওএসএন স্পোর্টস ক্রিকেট, মালয়েশিয়ায় : অ্যাস্ট্রো ক্রিকেট এবং সিঙ্গাপুরে : স্টার ক্রিকেট চ্যানেলে। রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল