আইন ও অপরাধ

সালমান শাহকে হত্যা করা হয়েছে : নীলা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা নীলা চৌধুরী। তিনি বলেন, ‘হত্যাকে আত্মহত্যায় প্রতিষ্ঠা করার জন্য খুনিরা আজও তৎপর। বিগত ২১ বছর ধরে কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরছি কিন্তু আজও এর কোন সুরাহা হয়নি। মৃত্যুর আগে যেনো দেখে যেতে পারি আমার সন্তানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ খ-ন হয়েছে।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রয়াত চিত্রনায়ক সালমানর শাহ’র মা নীলা চৌধুরী। সালমান শাহ ভক্ত ঐক্যজোট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নীলা চৌধুরী বলেন, ‘সালমান শাহ হত্যা মামলা বর্তমানে পিবিআই এর মাধ্যমে তদন্তের সুযোগ পেয়েছি। প্রথম পোস্ট মর্টেমের ধারাবাহিকতা ২য় পোস্ট মর্টেমকে প্রভাবিত করে। নিয়ম অনুযায়ী পোস্ট মর্টেম করার আগে এক্স-রে করতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি। এমনকি সালমান শাহ’র শরীরে কোন ক্ষত ছিল না যা দেখে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধরা যায়। জেসকিন ইঞ্জেকশন পুশ করে গলায় চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়।’ নীলা চৌধুরী বলেন, ‘আমার ছেলের মৃত্যুর পর তার প্রাক্তন স্ত্রী সামিরা কিংবা তার পরিবার আমার পাশে কোন দিন দাঁড়ায়নি। সামিরার পিতা সাংবাদিকদের বলেছেন, ‘তার মেয়ে এখন সুখে সংসার করছে। তার বয়স এখন ৪২ বছর এবং সে এসবের কিছুই জানে না। আমাদের প্রশ্ন, সে এখন সালমানের বন্ধুর সঙ্গে সুখে সংসার করছে। বিগত দিনে তাহলে সংসারে কি করেছে সে? সালমানের মৃত্যুই কি তার সুখের মূল কারণ? বন্ধুর স্ত্রী হিসেবে সংসার করা কি পরকীয়া প্রমাণ করে না?’ তিনি বলেন, ‘আমার স্বামী বিচারের আশায় থাকতে থাকতে হার্ট অ্যাটাকে মারা যান। আমিও বিচারের আশায় দিন কাটাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সালমান শাহ’র ভক্তরা উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/শাহনেওয়াজ