সারা বাংলা

চুয়াডাঙ্গায় বিদ্রোহী কবির আটচালা পরিদর্শন

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর ও আশপাশের এলাকা ঘুরে দেখেছেন কবির নাতনি খিলখিল কাজী, নজরুল সংগীত শিল্পী এম এ মান্নান ও রাহাত আরা গীতিসহ নজরুল গবেষকেরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তারা আটচালা ঘরে থাকা কবির ব্যবহৃত খাট, আলমারিসহ বিভিন্ন জিনিসপত্র দেখেন। পরিদর্শন শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খিলখিল কাজী বলেন, কবি নজরুলের স্মৃতি বিজড়িত আটচালা ঘরসহ দেশের যেসব স্থানে তার স্মৃতি চিহ্ন রয়েছে জাতীয় স্বার্থে সেগুলো দেখভাল করতে সরকারের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পরে দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আন্তঃজেলা নজরুল সংগীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তারা। প্রতিযোগিতায় চারটি গ্রুপের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা লেখক সংঘের উদ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে খিলখিল কাজীকে সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় কবি নজরুল ইসলাম তাঁর জীবন দশায় কার্পাসডাঙ্গার আটচালা ঘরে বসে বেশ কিছু কবিতা ও গানের রচনা করেন। রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/১৮ এপ্রিল ২০১৭/জহির রায়হান সোহাগ/এসএন