বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা মিজানুর রহমান মিজান। কিছু দিন আগে ‘রাগী’ শিরোনামের সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এবার এতে নায়িকা হিসেবে যুক্ত হলেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। রাইজিংবিডিকে এমনটাই জানান পরিচালক মিজানুর রহমান। এ প্রসঙ্গে মিজানুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল (৩০ এপ্রিল) ‘রাগী’ সিনেমায় মৌমিতাকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত আবির খান। এ ছাড়া এতে আরো একজন নায়িকা থাকবেন। এই নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি।’’ সিনেমা প্রসঙ্গে মৌমিতা মৌ রাইজিংবিডিকে বলেন, ‘‘রাগী’ সিনেমার কাজ আগে শুরু হলেও আজই এ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছি। বিএফডিসির প্রশাসনিক ভবনে এর দৃশ্যায়নের কাজ চলছে। আগামী ৪ মে, পর্যন্ত এর দৃশ্যায়ন হবে।’ সম্প্রতি মৌমিতা মৌ ‘রক্তাক্ত সুলতানা’ শিরোনামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। নারী কেন্দ্রীক এ সিনেমায় মৌমিতার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আমান রেজা। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল ইসলাম (তাজু কামরুল)। ২০১৩ সালে নির্মাতা কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সিনেমাটি মুক্তির পর চলচ্চিত্র-সংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি। এরপর রাজু চৌধুরী পরিচালিত ‘তুই শুধু আমার’, সায়মন তারিক পরিচালিত ‘মাটির পরী’, শামীমুল ইসলাম শামীমের ‘একমুঠো স্বপ্ন’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তিনি এখন ‘গোপন সংকেত’ সিনেমার শুটিং করছেন। রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৭/রাহাত/শান্ত