রাজনীতি

পেছাতে পারে হেফাজতের মহাসমাবেশ

ঢাকা, ৮ নভেম্বর: নির্ধারতি সময়ে হচ্ছে না হেফাজতরে মহাসমাবেশ। পবিত্র আশুরা সহ বেশ কিছু কারণে পূর্বঘোষিত এ কর্মসূচি পেছাতে পারে বলে জানা গেছে। 

হেফাজতের দায়িত্বশীল এক নেতা জানান, মহাসমাবেশের অনুমিত চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) কাছে আবেদন করেছিল হেফাজতে ইসলাম। ১৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে এ আবেদন করা হয়।

তবে পবিত্র আশুরা এবং তাবলীগ জামায়াতের ঢাকা জেলার কর্মসূচি থাকায় এ সমাবেশ পেছানো বিষয়ে চিন্তা করছে নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, কর্মসূচি পেছানোর ব্যাপারে এখনও আলোচনা চলছে। তবে তারিখ পেছালেও এক সপ্তাহ পর আবারও তারিখ ঘোষণা করা হবে।

কওমী মাদ্রসা সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার যড়যন্ত্র ও ১৩দফা দাবিতে এ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন হেফাজতের আমীর শাহ আহমেদ শফী।

এদিকে হেফাজতের এই সমাবেশ ঘোষণার পর একই সময় একই স্থানে সমাবেশের ডাক দেয় তরিকত ফেডারেশন।

 

রাইজিংবিডি / এসআইএল / এস