বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশা। খুব অল্প সময়ে শোবিজ অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় নাটক-টেলিফিল্ম ও মিউজিক ভিডিও। নাটকে অভিনয়ের আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন তিশা। তবে সংগীতশিল্পী শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ গানে মডেল হয়ে দর্শকের নজরে আসেন তিনি। ২০১২ সালে প্রকাশিত হয় গানটি। এরপর ইমরানের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’, ধ্রুব গুহর গাওয়া ‘যে পাখি ঘর বোঝে না’ গানের মডেল হয়ে বেশ দর্শকপ্রিয়তা পান তিনি। ব্যক্তিগত জীবনে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে সম্প্রতি খবর চাউর হয়। বিষয়টি বেশ সমালোচনার মুখে পড়েন তিশা। আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
ঢাকায় জন্মগ্রহণ করেন তানজিন তিশা। বেড়েও উঠেছেন এই শহরে
সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন তিশা
ছোটবেলা থেকেই নাচের প্রশিক্ষণ নেন তিশা। কিন্তু পড়াশোনার জন্য তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন
২০১৪ সালে ‘ইউটার্ন’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে তিশার
২০১৭ সালে ‘মুখোশ মানুষ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তিশার
রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ