ফটো ফিচার

ছবিতে ঝলমলে ফারহানা মিলি

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী ফারহানা মিলি। স্নিগ্ধ চেহারা ও অভিনয়ের দ্যুতি ছড়িয়ে বহু আগেই দর্শকের মন কেড়েছেন তিনি। তবে ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন বুনতেন মিলি। এক পর্যায়ে সেই স্বপ্ন পাল্টে উকিল হওয়ার বাসনা লালন করেন মনে। পরবর্তীতে অভিনেত্রী হওয়ার ভূত চাপে তার মাথায়। বর্তমানে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিলি। চলচ্চিত্রে অভিষেক হয়েছে অনেক আগে। কিন্তু এই মাধ্যমে নিয়মিত নন মিলি। কারণ ভালো গল্প, চিত্রনাট্য না পেলে সব চলচ্চিত্রে কাজ করতে নারাজ এ অভিনেত্রী। বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিলি। সমানতালে সামলাচ্ছেন সংসারও। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার। 

ঢাকায় জন্মগ্রহণ করেন ফারহানা মিলি। বেড়েও উঠেছেন এই শহরে  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে স্নাতক ডিগ্রি লাভ করেন মিলি  

মিলি অভিনীত প্রথম টেলিভিশন নাটক ১৯৯৭ সালে বিটিভিতে প্রচারিত হয়। তবে তার আগে থেকেই মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি  

২০০৯ সালে ‘মনপুরা’ সিনেমার মাধ্যমে মিলির চলচ্চিত্রে অভিষেক হয়  

২০১১ সালে রাশিদুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিলি

   

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ