জাতীয়

ফের লাইফ সাপোর্টে মেয়র আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শরীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি লন্ডনে একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়রের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান জানান, গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়।

 

আনিসুল হকের সম্পর্কে ফেসবুকে দেওয়া বিভিন্ন তথ্য সম্পর্কে তিনি বলেন, ‘ফেসবুকে যা আসছে, সব ফেইক, সব গুবজ।’ তিনি এসব গুজবে কান না দিয়ে মেয়র আনিসুল হকের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন। যাতে তিনি সুস্থ্য হয়ে দেশে ফিরে নগরবাসীর জন্য আগের মত কাজ করতে পারেন।

 

এর আগে মিজানুর রহমান জানিয়েছিলেন, মেয়র মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত। গত কয়েকমাস ধরে তিনি এ রোগে ভুগছেন।

 

উল্লেখ্য, গত ২৮ জুলাই পারিবারিক কাজে লন্ডনে যান মেয়র আনিসুল হক। যাওয়ার পর হঠাৎ বেশি অসুস্থ হয় পড়লে ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রেখেই চলতে থাকে তার চিকিৎসা। গত ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়। আবার গতকাল অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে এনে লাইফ সাপোর্টে রাখা হয়।

   

রাইজিংবিডি/ঢাকা/২৮ নভেম্বর ২০১৭/সাওন/নাসিম