জাতীয়

৩ জানুয়ারি শুরু তিন দিনের সুন্নি ইজতেমা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজধানী ঢাকায় দাওয়াতে ইসলামির তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা। এয়ারপোর্টসংলগ্ন সিভিল এভিয়েশনের ময়দানে অনুষ্ঠিতব্য এই ইজতেমায় দেশ-বিদেশ থেকে কমপক্ষে তিন লাখ মুসল্লির সমাবেশ ঘটবে। এরই মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তাসহ ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর এয়ারপোর্ট সিভিল এভিয়েশন ময়দানে (ইজতিমা ময়দান) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাওয়াতে ইসলামি বাংলাদেশের সভাপতি মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী। তিনি বলেন, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। হাত ও জবান থেকে মানুষকে পূর্ণ নিরাপদ রাখাই ইসলামের প্রকৃত শিক্ষা। ইসলামের নামে জঙ্গিবাদ হারাম। আর এর পরিণতি হচ্ছে জাহান্নাম। ইসলামের প্রকৃত শিক্ষা ধর্মপ্রাণ মুসলমান ও দেশবাসীর কাছে তুলে ধরে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলাই আমাদের এই ইজতেমার অন্যতম লক্ষ্য। মুফতি জহির বলেন, ঢাকায় দ্বিতীয় বারের মতো তিন দিনের ইজতেমা হলেও দাওয়াতে ইসলামি ভারত, পাকিস্তান, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সারা বিশ্বে ইজতেমা করে আসছে। আশা করি ঢাকায় দেশের দূর-দূরান্ত থেকে লাখ লাখ আশেকে রাসূল হাজির হবেন। ইজতেমার তিন দিনের কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, বুধবার দিবাগত রাতে পবিত্র তাহাজ্জুদ নামাজ, তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে অনানুষ্ঠানিক ইজতেমার সূচনা হলেও মূলত ওইদিন সকাল ১০টায় কোরআনে পাকের তেলাওয়াত ও নাতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পরিবেশনের পরপরই ‘বিসমিল্লাহ শরীফের ফজিলত’ বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তিন দিনের এই ইজতেমা।

 

শুক্রবার জুমার নামাজের পর মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা। মুফতি জহির জানান, তিন দিনের ইজতেমায় সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা হবে। তার মধ্যে রয়েছে কোরআনুল করীম তেলাওয়াতের ফজিলত, জিকির আসকার ফজিলত, নামাজের ফজিলত ও বেনামাজির সাজা, নেকির দাওয়াতের ফজিলত, আউলিয়া কেরামের জীবনী আলোকপাতের সঙ্গে সঙ্গে ইসলামের বিভিন্ন বিষয়ের সরাসরি প্রশিক্ষণ দেওয়া হবে। যার মধ্যে রয়েছে অজু, নামাজ, গোসল, সালাম-কালামসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় আমলসমূহ। ইজতেমা শেষে নেকির দাওয়াতকে সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও এলমে দিন শিখতে ৬৩ দিন, ১ মাস, ১২ দিন ও ৩ দিনের মাদানী কাফেলা দেশের বিভিন্ন মসজিদে মসজিদে সফর করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হক আত্তারী, কোষাধ্যক্ষ মুহাম্মদ কামাল আত্তারি, আলফে সানী আত্তারী প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/মুশফিক