অন্য দুনিয়া

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে হত্যার অভিযোগ

জেলা প্রতিবেদকলক্ষ্মীপুর, ১৪ ডিসেম্বর: লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমদকে নিজ বাসার ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের স্ত্রী মারজিয়া ফয়েজসহ পরিবারের অন্য সদস্যরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে র‌্যাবের একটি দল গেট ভেঙে বাসায় প্রবেশ করে। পরে বাসার বিভিন্ন রুমে তল্লাশি চালায়। এক পর্যায়ে ফয়েজ আহমদকে আটক করে বাসার ছাদে নিয়ে গুলি করে নিচে ফেলে দেয় র‌্যাব।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডা. জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, রাত ১টা ৪০ মিনিটের দিকে একটি গাড়ি এসে মৃতদেহটি হাসপাতালে রেখে যায়। নিহতের মাথায় ও ডান পায়ের উরুতে আঘাতের চিহ্ন ছিল।তবে আইন-শৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে এ অভিযোগের সত্যতা মেলেনি। নিহত জামায়াত নেতার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।এদিকে, গত বৃহস্পতিবার ১৮ দলের চার নেতাকর্মী নিহত এবং ৩০ নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জেলাব্যাপী ১৮ দলের ডাকা শনিবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাইজিংবিডি / প্রতিবেদক / দিলারা