জাতীয়

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদকসাভার, ১৫ ডিসেম্বর: আগামীকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। তাই জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদি। স্বাধীনতাযুদ্ধে বিজয় ছিনিয়ে আনা বাঙালি জাতির অহংকার আর বীরত্বের প্রতীক এই জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতির এ মিনার ঘিরে এখন চলছে ব্যাপক প্রস্তুতি। গত এক মাস ধরে পুরোদমে শতাধিক পরিচ্ছনতা কর্মী নিয়োজিত রয়েছেন ধোঁয়ামোছার কাজে। তাদের প্রচেষ্টায় ইতোমধ্যে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। লাল আর সবুজের সমারোহে বাহারি ছোট ছোট বাগানগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রংতুলির আঁচড়।স্বাধীনতার অনবদ্য প্রতীক এ স্মৃতিস্তম্ভকে সাজাতে এবার নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্মৃতিসৌধের বেদি থেকে সুউচ্চ চূড়া পর্যন্ত আলোকসজ্জার খুঁটিনাটি কাজও সম্পন্ন করে এনেছে সংশ্লিষ্টরা। স্মৃতিসৌধের সৌন্দর্য রক্ষায় এবার দলীয় পোস্টার কিংবা ব্যানার টাঙানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাথী প্রিয় বড়ুয়া জানিয়েছেন, গত এক মাস সৌন্দর্য বর্ধনের পর বর্তমানে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।  পরিচ্ছন্নতার জন্য গত ১৩ ডিসেম্বর থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সীমিত করে কর্তৃপক্ষ। অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে দৃষ্টিনন্দন মোটর শোভাযাত্রা ও প্যারেডের মাধ্যমে  তিন বাহিনীর সুসজ্জিত একটি দলের রাষ্ট্রীয় সম্মান জানানোর মহড়া চলছে জাতীয় স্মৃতিসৌধে। সকালে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন সাভার সেনানিবাসের জিওসি চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। এ সময় প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।  এদিকে মহান বিজয় দিবসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী।

 

রাইজিংবিডি/সাকিব/রাসেল পারভেজ/কর্মকার