নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি শপথ নিয়েছে। শপথ বাক্য পাঠ করান শাখা সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শপথ নেন ছাত্রলীগের নতুন দায়িত্বপ্রাপ্ত ২৫১ সদস্য।
সঞ্জিত চন্দ্র দাস বলেন, আপনাদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অনেক দূর এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে সব সময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ২৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছেন তারা কোনো ব্যক্তিগত রাজনীতি নয়, আদর্শিক রাজনীতিতে সবাই যেন সচেতন থাকেন।
শপথ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/ইয়ামিন/সাইফ