নিজস্ব প্রতিবেদকঢাকা, ২৫ ডিসেম্বর: এর আগেও আসিফ নজরুলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন হুমায়ূনকন্যা শীলা আহমেদ। তখন শীলার চাচা অধ্যাপক জাফর ইকবাল অনেক দেনদরবার করে ফিরিয়ে আনতে পেরেছিলেন ভাতিজিকে।সম্প্রতি নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের কভারে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করেন আসিফ নজরুল ও শীলা আহমেদ। এই ছবির সূত্র ধরে জানা যায়, তারা নাকি মাস দুয়েক আগে বিয়ে করেছেন। তার আগেই আসিফ নজরুলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় অভিনেত্রী রোকেয়া প্রাচীর।
রাইজিংবিডি / রাশা / এসএম / কর্মকার / কে. শাহীন