সারা বাংলা

কুষ্টিয়ায় দেয়ালে দেয়ালে নয়ন বন্ডের ‘০০৭’

কুষ্টিয়া প্রতিনিধি : বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর আলোচনায় আসে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ‘০০৭’।

এখন কুষ্টিয়া শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে ইংরেজিতে ‘০০৭’ লেখা দেখা যাচ্ছে। কোনো কোনো দেয়ালে দেখা গেছে মানুষের হাসি চিহ্নিত দুটি শুন্য শেষে ইংরেজিতে ৭ লেখা।

শহরের কমলাপুর এলাকাসহ বিশেষ করে পুলিশলাইনের আশেপাশের দেয়ালগুলোতে এই ‘০০৭’ লেখা দেখা যাচ্ছে।

   

স্থানীয়রা জানান, গত দুদিন ধরে হঠাৎ করেই দেয়ালে এই ‘০০৭’ লেখা দেখা যাচ্ছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে দেয়ালগুলোতে এটি লিখে দিয়েছে এ ব্যাপারে কেউ কোনো ধারণা দিতে পারছেন না। অনেকেই বলছেন, বরগুনার এই আলোচিত হত্যাকাণ্ডের পর ‘০০৭’ নামের ওই ফেসবুক মেসেঞ্জার গ্রুপের নাম ছড়িয়ে পড়ায় স্থানীয় কোনো ছেলে বা গ্রুপ দেয়ালগুলোতে এটা লিখে রেখেছে।

মঙ্গলবার কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত বলেন, ‘কে বা কারা এটা লিখেছে এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

   

প্রসঙ্গত, গত বুধবার রিফাত শরীফকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ২৭ জুন ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বরগুনার পুরাকাটা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। রাইজিংবিডি/কুষ্টিয়া/২ জুলাই ২০১৯/কাঞ্চন কুমার/সাইফ