বিনোদন

শিল্পকলা পদক পেলেন সাত শিল্পী

রাশেদ শাওনঢাকা, ৩১ ডিসেম্বর: নাটক, সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীত, চিত্রকলা, লোকসংস্কৃতি, চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য গুরুত্বপূর্ণ এমন ৭ জন গুণী শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে দেয়া হয়েছে ‘শিল্পকলা পদক ২০১৩’। পদকপ্রাপ্ত শিল্পীরা হলেন যথাক্রমে নৃত্যকলায় আমানুল হক, যন্ত্রসংগীতে ওস্তাদ মতিউল হক খান, লোকসংস্কৃতিতে সাইদুর রহমান বয়াতী, চারুকলায় সমরজিৎ রায় চৌধুরী, কন্ঠসংগীতে ফাহমিদা খাতুন, চলচ্চিত্রে মানজারে হাসীন (মুরাদ) এবং নাট্যকলায় খালেদ খান। রাষ্ট্রপতি আবদুল হামিদ এ পদক তুলে দেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে ‘শিল্পকলা পদক ২০১৩’ প্রাপ্ত গুণীজনদের হাতে তুলে দেয়া হয় এক লক্ষ টাকার রেপ্লিকা চেক, নগদ এক লক্ষ টাকা, শিল্পকলা সনদ, শিল্পকলা পদক ও উত্তরীয়।৩০ ডিসেম্বর সোমবার বেলা ৩ টা ৩০টায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস (এনডিসি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনাপর্ব ও ‘শিল্পকলা পদক ২০১৩’ প্রদান শেষে অনুষ্ঠানের ২য়পর্বে মুনমুন আহমেদ এর নৃত্য পরিচালনায় ও শেখ সাদী খান এর সংগীত পরিচালনায় ‘শুভেচ্ছা ভালবাসা’ সমবেত নৃত্য, এম আর  ওয়াসেক এর নৃত্য পরিচালনায় ও বিপ্লব বড়–য়া এর সংগীত পরিচালনায় ‘বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র সমবেত নৃত্য  এবং মনিরুজ্জামান এর সংগীত পরিচালনায় একটি সমবেত যন্ত্র সংগীত পরিবেশিত হয়।এখন থেকে প্রতিবছর ৭ জন গুণী শিল্পীর হাতে এই পদক তুলে দেওয়া হয়।

রাইজিংবিডি / রাশেদ শাওন