অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেন মেয়র সাঈদ খোকন।
সোমবার বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদ খোকনের শোক বার্তা পাঠানো পাঠানো হয়।
শোক বার্তায় সাঈদ খোকন সাদেক হোসেন খোকার মৃত্যুতে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসাথে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
ঢাকা/নূর/সনি