নিজস্ব প্রতিবেদকঢাকা, ৫ জানুয়ারি: দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জয় পেলেন নতুন দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী। দলটির প্রধান সমন্বয়ক এস এম আবুল কালাম আজাদ আসনটিতে জয়ী হন।
রোববার রাত পৌনে ১১টার দিকে আসনের ১১৯টি কেন্দ্রের সব কটিরই বেসরকারি ফল পাওয়া যায়। টেলিভিশন প্রতীকে আজাদ পেয়েছেন ৪৩ হাজার ৯১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান মৃধা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৬ ভোট।
বেসরকারি ফলে জাতীয় পার্টির (জেপি) আব্দুল লতিফ মল্লিক বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ভোট। মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৮৭০।
রাইজিংবিডি/কে.শাহীন