শিক্ষা

আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ক্যাম্পাস প্রতিবেদকঢাবি, ৯ জানুয়ারি: শেরপুর, জামালপুর ও পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে আদিবাসী জনগোষ্ঠির ওপর নির্যাতন, নিপীড়ন ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ছাত্ররা।  

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগছাস) যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে। ইউপিডিএফ কর্তৃক পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা আদিবাসীদের ওপর হামলা করা হয়েছে। যারা এই নৃশংস সহিংসতা করেছে সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।

তারা আরো বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়ার অধিকার দেশের সব মানুষের সমান। আদিবাসী জনগোষ্ঠিও এই অধিকার বলে নির্বাচনে ভোট দেয়। কিন্তু একটি সহিংস গোষ্ঠী আদিবাসীদের ওপর হামলা চালিয়ে তাদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানাচ্ছি।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগছাস) ঢাকা মহানগর সভাপতি সবুজ নকরেটের সভাপতিত্বে এ মানববন্ধনে পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা, জুয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি রাখী ম্রং প্রমুখ উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি / ইয়ামিন / দিলারা