নিজস্ব প্রতিবেদকঢাকা, ৯ জানুয়ারি : দেশে প্রথমবারের মতো এক দম্পতি প্রশাসনের সর্বোচ্চ পদে (সচিব পদে) অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী ২০১৩ সাল থেকে সচিব পদে কর্মরত রয়েছেন। এবং তার স্ত্রী নাছিমা বেগমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার তিনি দায়িত্বপ্রাপ্ত হন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেন।এর আগে নাছিমা বেগম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। অন্যদিকে সচিব ফয়জুর রহমান ২০১০ সাল থেকে দুদকের সচিব হিসেবে কর্মরত।
তারা উভয়ই ১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে কুমিল্লা জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। ব্যক্তিজীবনে এই দম্পতির দুটি পুত্রসন্তান রয়েছে।
রাইজিংবিডি/ এম এ রহমান / দিলারা / আবু