আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে, গুগল ক্রোম ওপেন করার পর বা ক্রোমে কোনো নতুন ট্যাব খোলার পর পেজের মাঝখানে (ডুডুলের নিচে) একটি সার্চ বক্স রয়েছে। কিন্তু এটি আসলে ফেক বা ভুয়া সার্চ বার। এখানে ক্লিক করে সার্চ করতে গেলে তা অ্যাড্রেস বারে নিয়ে যায়।
সহজ কথায় বললে, ক্রোমে নতুন ট্যাব খোলার পর পেজের মাঝখানে যে সার্চ বক্সটি দেখা যায় সেটি নিস্ক্রিয় হওয়ায় সেখানে সার্চ করা যায় না। তবে এই ভুয়া সার্চ বক্সকে আসল সার্চ বক্সের মতোই ব্যবহারের কৌশল রয়েছে।
জেনে নিন, ভুয়া সার্চ বক্সটিকে কীভাবে সক্রিয় করবেন। ক্রোমের এক্সপেরিমেন্টাল ফ্ল্যাগ সেকশনের একটি ফ্লাগের মাধ্যমে এটিকে সহজেই সক্রিয় করা যায়। এজন্য যা করতে হবে তা হচ্ছে-
* প্রথমে অ্যাড্রেসবারে গিয়ে ‘chrome://flags’ টাইপ করে এন্টার চাপুন।
* এক্সপেরিমেন্ট ফ্ল্যাগের একটি পেজ দেখতে পাবেন। এখানে স্ক্রল করে ‘Zero Suggestions in real search box on New Tab Page’ অপশনটি খুঁজে বের করুন।
* এবার অপশনটির ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে ‘Enabled’ সিলেক্ট করুন।
* একটি পপআপ নোটিফিকেশন ক্রোম ব্রাউজারটি Relaunch করার জন্য বলবে। এতে ক্লিক করুন। এবার নতুন ট্যাব চালু খোলার পরপরই দেখতে পাবেন ফেক সার্চ বারটি সক্রিয় হয়ে গেছে।
ক্রোমের নতুন ট্যাবে পেজের মাঝখানের এই সার্চ বক্সটি গুগল ২০১২ সালে একটি পরীক্ষামূলক ফিচার হিসেবে যুক্ত করেছিল। তখন থেকে এখন পর্যন্ত এটি সেখানে রয়েছে। এই বক্সের প্রধান উদ্দেশ্য ছিল ব্যবহারকারীরা কোনো কিছু সার্চ করার সময় তাদের অ্যাড্রেস বারে নিয়ে যাওয়া। ঢাকা/ফিরোজ