খেলাধুলা

লকডাউনে বিরক্ত, দেখুন ক্রিকেটের এই ১০টি মুভি

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি মানুষকে গৃহবন্দি করে ফেলেছে। করোনা প্রতিরোধের সবচেয়ে বড় উপায় সামাজিক দূরত্ব ও ঘরে থাকা। কিন্তু সারাক্ষণই তো বাসায় থাকতে ভালো লাগে না। আসে একঘেয়েমি। আর এই বিরক্তিকর সময় কাটাতে দেখা যেতে পারে মুভি।

ক্রীড়ানুরাগী মানুষ দেখতে পারেন খেলাধুলা বিষয়ক যেকোন মুভি। আজ তেমনই ক্রিকেট বিষয়ক ১০টি মুভি সম্পর্কে জানাচ্ছি। অবসরে এই মুভিগুলো দিতে পারে আপনাকে আনন্দের খোরাক।

ফায়ার ইন ব্যবিলন

ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণযুগ নিয়ে এই ডকুমেন্টারি ফিল্মটি নির্মিত। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি হওয়ার আগে ক্যারিবিয়ানরা বর্ণবাদী আচরণের শিকার হয়েছিল। এমনকি ইংল্যান্ডের অধিনায়ক টনি গ্রেগ তাদের চাটুকার বলেও কথা তুলেছে। তবে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ সব কিছুর জবাব দিয়েছিল মাঠে। ১৯৭০-৮০ এর দশকে স্বর্ণালী সময় পার করেছিল তারা। জিতেছে দুটি বিশ্বকাপ। কৃষ্ঞাঙ্গদের জন্য গর্বের জায়গা হয়ে দাঁড়িয়েছিল ক্যারিবীয়রা। ডকুমেন্টারি মুভিটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

লগান

বলিউডের এই মুভিটিও ক্রিকেট নিয়ে নির্মিত। যেটা বিদেশি ভাষার ছবির মধ্যে অস্কারের জন্য নমিনেশনও পেয়েছে। এই ছবিটার গল্প একটি গ্রামকে ঘিরে। যেখানের মানুষ অতিরিক্ত ট্যাক্সের বিরুদ্ধে বিদ্রোহ করে। তখন গ্রামের ব্রিটিশ মাস্টাররা তাদের একটা ক্রিকেট ম্যাচ খেলার আমন্ত্রণ জানায়। যদি সে ম্যাচে গ্রামবাসী জিতে, তবে মওকুফ করে দেওয়া হবে সব ট্যাক্স। তারপর কি হলো? জানতে দেখুন লগান।

দ্যা অ্যাশেজ, দ্যা গ্রেট সিরিজ

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদার টেস্ট সিরিজ কোনটি? নির্দ্বিধায় সবাই বলবে অ্যাশেজ। আর ২০০৫ সালের অ্যাশেজ নিয়ে নির্মিত হয়েছে মুভিটি। ২০০৫ সালের অ্যাশেজ খেলার আগে টানা চার বছর কোনো টেস্ট সিরিজই হারেনি অস্ট্রেলিয়া। অজি পেসার গ্লেন ম্যাকগ্রা তো বলেছে ৫-০ তে সিরিজ জিতবে তারা। এরপরের গল্প কেবল অ্যাশেজেরই। রোমাঞ্চকর এক সিরিজের পরিসমাপ্তি ঘটে অজিদের অপ্রত্যাশিত ফলাফলে।

বডিলাইন

ডন ব্র্যাডমানকে আটকানোর জন্য ক্রিকেটীয় নীতির বাইরে গিয়ে পরিকল্পনা সাজায় ইংল্যান্ড। বল সব ছুঁড়বে তার শরীর বরাবর। আর সব ফিল্ডার থাকবে লেগ সাইডে। বল ছেড়ে দিতে গেলে ইনজুরড হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। আর নয়তো উইকেট দিয়ে আসতে বাধ্য হবেন ব্র্যাডমান। ইতিহাসে বডিলাইন সিরিজ তাই বিখ্যাত হয়ে আছে। পরবর্তীতে এই সিরিজকে ঘিরে একটি ডকুমেন্টারি ফিল্ম বানানো হয়। যার নাম বডিলাইন। আর এটিও দেখা যাবে অ্যামাজন প্রাইমে।  

ডেথ অফ অ্যা জেন্টেলম্যান

রাজনীতি কেবল রাজনীতিবিদদের জন্যই থাকবে? ক্রিকেটে কোনো রাজনীতি থাকতে পারবে না? এই মুভির গল্প ক্রিকেট রাজনীতির। ২০১৪ সালে ভারত, অস্ট্রেলিয়া অ ইংল্যান্ড মিলে বিগ থ্রি তত্ত্ব চালু করে। যার ক্রিকেট মাঠের উপকারের সঙ্গে কোনো যোগসাজোশ নেই। আছে কেবল অর্থবিত্তের গল্প। আর এ নিয়ে দুই সাংবাদিক স্যাম কলিন্স ও জ্যারড কিম্বার নির্মাণ করেন ডকুমেন্টারি ফিল্ম ‘ডেথ অফ অ্যা জেন্টেলম্যান’। এটিও দেখা যাবে অ্যামাজন প্রাইমে।

ইকবাল

এই গল্প একজন মূক ও বধির ছেলের। যার স্বপ্ন ক্রিকেটার হওয়ার। ভারতীয় জাতীর দলের প্রতিনিধিত্ব করার। কিন্তু তাঁর গ্রামের কেউ এগিয়ে আসতে রাজি নয় এই স্বপ্নপূরণে। কিন্তু হাল না ছাড়া ইকবাল খালি মাঠে নেমে পড়ে স্বপ্ন পূরণের যুদ্ধে। যার সঙ্গী ছিল এক পাঁড় মাতাল ক্রিকেটার এবং ফিল্ডিং করা কিছু মহিষ। শেষ পর্যন্ত পারে কি ইকবাল? এই মুভিতে ছোট এক রোলে অভিনয় করেছেন কপিল দেবও। দেখা যানে জি৫ এ।

দ্যা টেস্ট: অ্যা নিউ এরা ফর অস্ট্রেলিয়া টিম

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ‘স্যান্ডপেপার গেইট’ কেলেঙ্কারিতে জড়িয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো নক্ষত্রের ঘটেছে পতন। টালমাটাল হয়ে গেছে অজি শিবির। মাঠের পারফরম্যান্সেও যেন অচেনা তারা। সেখান থেকে উঠে দাঁড়ানোর গল্প। নিজেদের ফিরে পাওয়ার গল্প। অ্যাশেজ ধরে রাখা, বিশ্বকাপের সেমিফাইনাল খেলার গল্প। যেকোন ক্রিকেট অনুরাগীর কাছে অনুপ্রেরণামূলক এক ছবি দ্যা টেস্ট। দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে।

ইনসাইড এজ

এই গল্প ক্রিকেট মাঠের নয়। ভারতীয় এই ওয়েব সিরিজে দেখা যায় ক্রিকেটারদের পেছনের গল্প। টি-টোয়েন্টির এই যুগে দলের মালিকের গল্প। যেখানে প্রথম পর্বে উঠে এসেছে ক্রিকেটে জুয়ার কালো থাবার গল্প। দ্বিতীয় সিজনে উঠে আসে বিশ্ব ক্রিকেটের রাজনীতির গল্প। এর তৃতীয় সিজন ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিরিজ দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।  

রোর অফ দ্যা লায়ন

জুয়ার কারণে আইপিএলে নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া। দুই বছর আইপিএল থেকে দূরে থাকা চেন্নাই সুপার কিংসের গল্প এটি। আবার আইপিএলে চেন্নাইয়ের ব্যানারে আইপিএলে ফিরে আসা মাহেন্দ সিং ধোনির অনুভূতি। অন্যান্য ক্রিকেটার ও স্টাফের অনুভূতির গল্প নিয়ে সাজানো হয়েছে পাঁচ পর্বের এই সিরজ। দেখা যাচ্ছে হটস্টারে।

দ্যা লেডি ভ্যানিসেস

এই গল্প ক্রিকেটের নয়। এটা একটা থ্রিলার মুভি। যেখানে গল্পের প্রধান দুই চরিত্র ক্রিকেট পাগল। ১৯৩৮ সালে একটা টেস্ট ম্যাচ দেখে ইংল্যান্ডে ফেরার পথে তাদের ট্রেন পথিমধ্যে থেমে যায়। আর তখন তারা একটা আবাসিক হোটেলে থাকতে শুরু করে। গল্পটা সে জায়গার। তবে এই গল্পে উঠে এসেছে অনেক ক্রিকেট ম্যাচের গল্প। যা সিনেমার প্রধান দুই চরিত্র মুভিটির বিভিন্ন অংশে রোম্নথন করছিলো। ঢাকা/কামরুল