বিনোদন

মুখ মুখশ্রী এবং রবীন্দ্রনাথ নিয়ে ইশিতা

বিনোদন প্রতিবেদককবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে এটিএন বাংলায় প্রচারিত হবে ফ্যাশন ম্যাগাজিন ‘মুখ মুখশ্রী এবং রবীন্দ্রনাথ’। উপস্থাপক হিসেবে দর্শকদের সামনে এই অনুষ্ঠান নিয়ে আসছেন মডেল, অভিনেত্রী, নৃত্য ও সঙ্গীত শিল্পী ইশিতা।  ভিন্ন আঙ্গিকে সাজানো এ অনুষ্ঠানে রয়েছে রবীন্দ্রনাথের বাল্মিকি প্রতিভার চিত্রায়নসহ জনপ্রিয় কয়েকটি গল্প ও উপন্যাসের নায়ক-নায়িকা চরিত্রের চিত্রায়ন।

দেশের স্বনামধন্য বেশ কজন ফ্যাশন ডিজাইনার তাদের ফ্যাশনের ভাবনায় এসব চরিত্র চিত্রায়ন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘রক্ত করবী’র নন্দিনী ও রঞ্জন, ‘ঘরে বাইরে’র বিমলা-সন্দীপ, ‘চার অধ্যায়’ এর অতীন-এলা এবং ‘চোখের বালি’র বিনোদিনী-মহীন চরিত্র। এসব চরিত্র উপস্থাপনে ফ্যাশন ডিজাইনার ছিলেন লিপি খন্দকার, খলিলুর রহমান শাহীন, নীলাঞ্জনা ঘোষ, তাহাসীনা শাহীন।

চরিত্রগুলোতে মডেল হিসেবে কাজ করেছেন রুমা, নওশিন, ঝুমুর, রিসিলা, রিপন, ইমরান, শামস্, রাতুল রাজ প্রমুখ। অনুষ্ঠানে একজন লেখক চরিত্রের সঙ্গে রবী ঠাকুরের স্টাইল ও ফ্যাশন ভাবনা নিয়ে কথপোকথন করেন অনুষ্ঠানের উপস্থাপক ইশিতা। লেখক চরিত্রে অভিনয় করেন টিভি ও মঞ্চ অভিনেতা আতাউর রহমান।অনুষ্ঠানে গল্প-উপন্যাসের নায়ক-নায়িকার চরিত্র চিত্রায়নের পাশাপাশি থাকছে রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গানের সঙ্গে ফ্যাশন কিউ, কবিতা আবৃত্তি এবং রতন এর পরিচালনায় নৃত্য পরিবেশনা।মাহফুজ রিজভীর গবেষণা ও গ্রন্থনা, কাজী কামরুল ইসলাম এর মেকআপ এন্ড হেয়ার এবং কুইন রহমানের পরিচালনায় নির্মিত অনুষ্ঠানটি ৮ মে ২০১৩ রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ।রাইজিংবিডি/৬ মে/এলএ