জাতীয়

৩০ মে পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল

করোনাভাইরাসের কারণে আগামী ৩০ মে (শনিবার) পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে শিডিউল সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ শিডিউল সব ফ্লাইট আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে কোভিড-১৯ এর কারণে অব্যবহৃত টিকিটে যাত্রীরা ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত কোনো ধরনের চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন অথবা এ সময়ের মধ্যে মূল্য ফেরত নিতে পারবেন বলে জানিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

ঢাকা/নূর/জেডআর