বিনোদন

প্রকাশ্যে কণা-ইমরানের ভিডিওবিহীন গান

ঈদকে সামনে রেখে প্রতিবছর প্রকাশ হয়ে থাকে বেশ কিছু মিউজিক ভিডিও। এবারের ঈদেও বেশ কিছু মিউজিক ভিডিও প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে অনেকেই পরিকল্পনা অনুযায়ী মিউজিক ভিডিও প্রকাশ করতে পারেননি।

ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল গেয়েছেন ‘মন পবনের খেয়া’ শিরোনামে গান। করোনার কারণে গানটির ভিডিও তৈরি করা সম্ভব হয়নি।

আজ সোমবার গানচিলের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। অনেক আগে গানের রেকর্ডিং সম্পন্ন হলেও দেশে করোনার প্রকোপের কারণে ভিডিও নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ প্রসঙ্গে কণা বলেন, ‘লকডাউনের আগেই এই গান রেকর্ড করা হয়েছিল। অনেকদিন ধরে অপেক্ষা করেও ভিডিও করা সম্ভব হয়নি। অবশেষে ভিডিও ছাড়াই গানটি অবমুক্ত হলো।’

‘মন পবনের খেয়া’ গানের কথা লিখেছেন আনোয়ার হোসাইন আদর। সুর-সংগীতে আছেন সাজিদ সরকার।

দেখুন:

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত