জাতীয়

লিবিয়ায় বাংলাদেশি হত্যায় মানবপাচারকারীদের শাস্তি দাবি

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি তরুণের মৃত্যু ও আরো ১৬ জনের আহত হওয়ার ঘটনায় মানবপাচারকারীদের শাস্তি দাবি জানানো হয়েছে।

সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।  বিবৃতিতে স্বাক্ষর করেন স্কপের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা ফজলুল হক মন্টু, নইমুল আহসান জুয়েল, শাহ মোহাম্মদ জাফর, আনোয়ার হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, মেসবাহ উদ্দিন আহমেদ, সাইফুজ্জামান বাদশা, চৌধুরী আশিকুল আলম, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, শামিম আরা, পুলক রঞ্জন।

বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন ধরে একদল মানবপাচারকারী বিপুল অর্থ নিয়ে তরুণদের অবৈধ পথে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার কাজ করে আসছে।  ফলে মাঝে মাঝেই কর্মপ্রত্যাশী তরুণরা প্রতারিত হচ্ছে এবং জীবন হারাচ্ছে। এসব মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। মামুন/সাইফ