সারা বাংলা

আল্লামা শফী হাটহাজারী মাদ্রাসার আমৃত্যু মহাপরিচালক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী মাদ্রাসার আমৃত্যু মহাপরিচালক থাকবেন।

তবে তার নতুন সহকারী পরিচালক নিযুক্ত হয়েছেন মাওলানা শেখ আহাম্মদ। একই সাথে সহকারী পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে।

বুধবার (১৭ জুন) মাদ্রাসার মজলিশে শূরার বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে এই বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিকেল পৌনে ৫টায় রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মাদ্রাসার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে যেটুকু তথ্য পাওয়া গেছে তাতে আল্লামা শাহ আহমদ শফীকে আমৃত্যু মাদ্রাসার মহাপরিচালক রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে মজলিশে শূরা।

এতদিন আল্লামা শফীর সহকারী পরিচালক ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী। এই পদ থেকে বাবু নগরীকে অব্যাহতি দিয়ে মাওলানা শেখ আহাম্মদকে বাবু নগরীর স্থলাভিষিক্ত করা হয়েছে।

এখন থেকে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা শেখ আহাম্মদ।

উল্লেখ্য, ১০৩ বছর বয়সী আল্লামা শফী বর্তমানে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। রেজাউল করিম/সনি