সারা বাংলা

ঝিকরগাছায় করোনাভাইরাসে পত্রিকা পরিবেশকের মৃত্যু

করোনাভাইরাসে যশোরের ঝিকরগাছার পত্রিকা পরিবেশক আক্তারুল ইসলাম লিটন (৪৬) মারা গেছেন। তিনি ফারাসাতপুর গ্রামের বাসিন্দা।

লিটনের স্ত্রী পারভীনা আক্তার জানিয়েছেন, তিনি গত ৫/৬ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। আজ শনিবার ভোরে গুরুতর অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাশিদুল আলম জানিয়েছেন, আক্তারুল ইসলাম লিটন বেশ কয়েকদিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন। মৃত্যুকালে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। দাফন কাফনের জন্য পরিবারকে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার জানিয়েছেন, মৃতকালে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার পরিবারকে চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যশেোর/সাকিরুল কবীর রিটন/সাজেদ