বিনোদন

শুটিংয়ে ফিরছেন সৌমিত্র চ্যাটার্জি

ভারতে লকডাউন শিথিল হওয়ায় শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বরেণ্য অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি।

টাইমস অব ইন্ডিয়াকে সৌমিত্র চ্যাটার্জি বলেন—মহামারির কারণে গত তিন মাস ধরে ক্যামেরার সামনে দাঁড়াই না। এটি আমার কাছে নতুন অভিজ্ঞতা। এখন আবারো শুটিং শুরুর সময় এসেছে। লকডাউনের সময়ে শুটিংয়ে ফেরার বিষয়ে চিন্তা করা বাদ দিয়েছিলাম। কারণ এটি আমার নিয়ন্ত্রণে ছিল না।

কবে নাগাদ শুটিংয়ে ফিরবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন—লকডাউনের আগে পরমব্রত চ্যাটার্জির ‘অভিযান’ সিনেমার শুটিং করেছি। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মাঝপথে শুটিং বন্ধ হয়ে যায়। এখন আমাকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে ডেট ফাঁকা রাখার কথা বলা হয়েছে বাকি অংশের শুটিংয়ের জন্য। আশা করছি, সুরক্ষা বজায় রেখে খুব শিগগির শুটিং শুরু হবে।

৮৫ বছর বয়েসি সৌমিত্র চ্যাটার্জির বায়োপিক ‘অভিযান’। এ প্রসঙ্গে তিনি বলেন—এটি আমার বায়োপিক, যেখানে নিজেই অভিনয় করছি। তরুণ সৌমিত্রর চরিত্রে অভিনয় করছে যীশু সেনগুপ্ত। এটি আমার ডকুমেন্টারি না, সুতরাং কাল্পনিক কাহিনিও থাকবে।

অভিনয়ের ক্ষেত্রে যীশুকে কোনো পরামর্শ দিচ্ছেন কিনা? জবাবে সৌমিত্র বলেন—এটি আমার কাজ নয়, বরং অভিনেতাকে নির্দেশনা দেওয়া পরিচালকের কাজ।    

ঢাকা/শান্ত