জাতীয়

যেভাবে ধরা পড়েছিল ১০ ট্রাক অস্ত্র

রেজাউল করিমচট্টগ্রাম, ৩০ জানুয়ারি : আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করা, দেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চালান আটকের সাক্ষী বন্দরনগরী চট্টগ্রাম। ১০ বছর পর ১০ ট্রাক অস্ত্র মামলার রায় আজ ঘোষিত হবে।  ডেটলাইন ২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা। চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন উপকমিশনার (বন্দর) আব্দুল্লাহ হেল বাকী বেতার মারফত খবর পান সিইউএফএল জেটিঘাটে কিছু অবৈধ মালামাল ট্রলার থেকে ট্রাকে তোলা হচ্ছে। তাৎক্ষণিক তৎপর হন তিনি। রাত ১২টা ৫৫ মিনিতে কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি মাছ ধরা ট্রলার জেটিতে বাধা অবস্থায় দেখতে পান। ওই সময় একটি ক্রেনের সাহায্যে কিছু শ্রমিক দুটি ট্রলার থেকে মালামাল নামিয়ে পাঁচটি ট্রাকে বোঝাই করছিলেন। ২০১২ সালের ৩০ জুলাই আদালতে দেওয়া সাক্ষ্যে হেলাল জানান, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে ডিসি (পোর্ট) আব্দুল্লাহ হেল বাকীর নির্দেশে সার্জেন্ট আলাউদ্দিনকে সহযোগিতা করতে তিনি সিইউএফএল জেটিতে যান। সেখানে আলাউদ্দিন তাকে জানান, অস্ত্র খালাসকারী দুজন লোকের একজন নিজেকে হাফিজুর রহমান এবং অপরজন উলফা নেতা আবুল হোসেন বলে পরিচয় দিয়েছে। সরকারের সব এজেন্সি (গোয়েন্দা সংস্থা) অস্ত্র ও গোলাবারুদ এ মালামালের বিষয়ে অবগত আছে বলে তিনি শুনেছেন বলেও সোহেলকে জানান। এর মধ্যেই নানা নাটকীয়তার পর পুলিশ অস্ত্র ও গোলাবারুদগুলো আটক করে পরদিন দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের মাঠে নিয়ে আসে। অস্ত্র আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত সার্জেন্ট হেলাল উদ্দিনের সাক্ষ্যে পাওয়া গেছে ঘটনার বর্ণনা। হেলাল ঘটনাস্থলে গিয়ে মালামালের দাবিদারের সহযোগী পাঁচজনকে আটক করে বন্দর পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দেন। ডিসি (পোর্ট) আব্দুল্লাহ হেল বাকী ঘটনাস্থলে গেলে আবুল হোসেনকে তার কাছে নিয়ে যান সার্জেন্ট হেলাল ও আলাউদ্দিন। এ সময় বাকী ও আবুল হোসেন দূরে গিয়ে কথা বলতে থাকেন। পরে আবুল হোসেনকে আর ঘটনাস্থলে দেখা যায়নি। মামলার তদন্ত চলাকালীন ওই আবুল হোসেনকে পরে টিআই প্যারেডে এনএসআইয়ের উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন হিসেবে শনাক্ত করেছিলেন হেলাল উদ্দিন।সাক্ষ্যে সার্জেন্ট হেলাল জানান, ঘটনাস্থল থেকে তিনি যে পাঁচজনকে আটক করেছিলেন তাদের পরবর্তী সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশে ছেড়ে দেওয়া হয় বলে তিনি শুনেছেন। আবুল হোসেন নামধারী লিয়াকতকেও বাবরের নির্দেশে ছেড়ে দেওয়া হয় বলে আদালতে যুক্তি উপস্থাপনকালে বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।  

 

রাইজিংবিডি / দিলারা