গত বছরের অন্যতম সাড়া জাগানো বলিউড সিনেমা ‘গলি বয়’। বস্তির ছেলের র্যাপার হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এবার সিনেমার গল্পের মতো বাস্তবেই ইন্টারনেটে ঝড় তুলেছে এক যুবক।
ওড়িশার কালাহান্দি জেলার দরিদ্র পরিবারের ছেলে দুলেশ্বর টান্ডি। তবে ইন্টারনেটে তিনি এখন ‘দুলে রকার’ হিসেবেই পরিচিত। ভারতে শ্রমিকদের কষ্ট করে বাড়ি ফেরার দৃশ্য তার মনে নাড়া দেয়। এরপর তিনি তাদের নিয়ে গান লেখেন। গানগুলো এখন ইন্টারনেটে ভাইরাল।
দুলে রকারের ভাইরাল গানগুলোর একটি ‘টেলিং দ্য ট্রুথ’। ২ মিনিট ৪৫ সেকেন্ডের এই গানে তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করেন। এরপর গত মে মাসে প্রকাশ করেন ‘সুন সরকার, সৎ কথা’। ৩ মিনিট ৫ সেকেন্ডের এই র্যাপ গানে তিনি মহামারির এই সময়ে শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন।
টান্ডি বলেন, ‘লকডাউনের কারণে কারখানা ও কনস্ট্রাকশন সাইটগুলো বন্ধ হওয়ায় দিনমজুর খেটে খাওয়া মানুষের ভোগান্তির বিষয়টি এই ভিডিওতে আমি র্যাপ করেছি। নেতারা শ্রমিকদের সাহায্যের পরিবর্তে নানা উপদেশ দিচ্ছিলেন। আমার খুবই রাগ হয় এবং গানটি লিখি।’
এই গায়ক চেয়েছিলেন পড়াশোনা করে চিকিৎসক হবেন। কিন্তু আর্থিক দুরাবস্থার জন্য তা হয়ে ওঠেনি। তবে রসায়ন বিষয়ে স্নাতক শেষ করেছেন। কিন্তু পরিবারের বোঝা বইতে তাকে রায়পুরে পাড়ি দিতে হয়। ভারতে লকডাউন শুরুর আগে সেখানে একটি হোটেলে বাসন মাজা ও টেবিল পরিষ্কারের কাজ করতেন তিনি। যদিও র্যাপ গানের চর্চা কলেজ জীবন থেকেই শুরু করেছিলেন টান্ডি।
তিনি বলেন, ‘যখন আমি র্যাপ সংগীত লেখা শুরু করলাম সবাই আমাকে নিরুৎসাহিত করত। বলত, তুমি কি এটা থেকে কোনো সাফল্য পাবে? কিন্তু আমি মন থেকে র্যাপার হতে চাইতাম।’
২০১৪ সালে পাঞ্জাবের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার গানের ভিডিও দেখে চণ্ডিগড়ে যাওয়ার আমন্ত্রণ জানায়। ‘এটি ছিল আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা’, বলেন এই র্যাপার।
২০১৫ সালে ভুবন্বেশরে গিয়ে নিজের একটি মিউজিক ভিডিও তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু অর্থের অভাবে সেটি সম্ভব হয়নি। তিনি বলেন, ‘একটি র্যাপ মিউজিক ভিডিও তৈরির জন্য কমপক্ষে ৫০ হাজার রুপি প্রয়োজন। আমার কাছে সেটি ছিল না। এরপর আমার মোবাইল ফোনে ভিডিও তৈরির সিদ্ধান্ত নিই।’
শ্রমিকদের নিয়ে টান্ডির মিউজিক ভিডিও বেশ সাড়া ফেলে। তার গান শুনে ওড়িশার গায়ক হুমানি সাগর সম্প্রতি তাকে ৩০ হাজার রুপি দিয়েছেন। এছাড়া স্থানীয় একটি স্টুডিও তার গান রেকর্ডের আগ্রহ প্রকাশ করেছে।
টান্ডি জানান, তার গানগুলো সব সাধারণ মানুষ ও তাদের দুঃখ দুর্দশা নিয়ে। এই গায়ক বলেন, ‘আমি কখনোই অশ্লীলতা ও মাদক নিয়ে গান করব না। আমাদের মতো শ্রমজীবী মানুষের অনেক সমস্যা রয়েছে, সেগুলোই আমার গানে স্থান পাবে।’
দেখুন ভিডিও:
ঢাকা/মারুফ