বিনোদন

নায়ক-নায়িকা হাত পর্যন্ত ধরেননি: রিক্তা

মডেল-অভিনেত্রী ফারজানা রিক্তা। দীর্ঘ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর গত ৫ জুন কাজে ফিরেন। গত ২২ জুলাই পর্যন্ত টানা শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন রিক্তা।

প্রতিশ্রুতি অনুযায়ী সব কাজ শেষ করে ২৩ জুলাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার আগে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে জানান, ঈদুল আজহায় তার অভিনীত এক ডজন নাটক বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।  

ফারজানা রিক্তা বলেন—গিল্ড থেকে শুটিংয়ের অনুমতি দেওয়ার পর অনেকে কাজ শুরু করেন ৩ জুন। কিন্তু আমি শুটিংয়ে ফিরি ৫ জুন। তারপর থেকে টানা শুটিং করেছি। করোনার সংকট চলছে, তাই নিজেকে নিরাপদ রেখে খুবই সতকর্তা অবলম্বন করে শুটিং করেছি।

গল্পের প্রয়োজনে শিল্পীদের কাছাকাছি গিয়ে শুটিং করতে হয়। সে বিষয়গুলো কীভাবে করেছেন? রিক্তা বলেন—দর্শক নাটক দেখলেই বুঝতে পারবেন কীভাবে কাজ করেছি। গল্পে অনেক সময় নায়ক-নায়িকা পরস্পরের হাত ধরে থাকেন। কিন্তু এবার এসব বিষয় পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটি সেটের পরিচালক খুবই সচেতন ছিলেন। কারণ তারা সবসময়ই চেয়েছেন শিল্পী বা অন্য কেউ যাতে করোনায় আক্রান্ত না হন।

ফারজানা রিক্তা অভিনীত পাঁচটি সাত পর্বের নাটক বিভিন্ন টিভিতে প্রচার হবে। এর মধ্যে ‘বিগ বস’ নাটকটি রচনা করেছেন বরজান হোসেন। পরিচালনা করেছেন ফরিদুল হাসান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, সাজু খাদেম, আরফান হোসেন, আইরিন তানি প্রমুখ। ‘আমি বাবা হতে চাই’ নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনায় ফরিদুল হাসান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—আ খ ম হাসান, নাদিয়া মিম। দুটি নাটকই আরটিভিতে প্রচার হবে।

‘শিয়াল বাড়ি’ নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনায় আল হাজেন। এতে রিক্তার সহশিল্পী হিসেবে রয়েছেন—আরফান আহমেদ, মৌসুমী হামিদ, রাশেদ সীমান্ত। নাটকটি বৈশাখি টিভিতে প্রচার হবে। ‘ডলার’ নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন। পরিচালনায় সোহেল তালুকদার। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—মীর সাব্বির। ‘জামাই আমার পয়সাওয়ালা’ নাটকটি রচনা করেছেন মম রুবেল। পরিচালনায় কাজী সাইফ আহমেদ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—আ খ ম হাসান। দুটো নাটকই একুশে টিভিতে প্রচার হবে।

রিক্তা অভিনীত সাতটি একক নাটক বিভিন্ন টিভিতে প্রচার হবে। এর মধ্যে ‘স্বপ্ন পুরুষ’ রচনা করেছেন আহমেদ শাহবুদ্দিন।  পরিচালনায় অবিদ রেহান। এতে রিক্তার সহশিল্পী হিসেবে রয়েছেন—মীর সাব্বির, নয়ন বাবু, তারিক স্বপন প্রমুখ। ‘হার্টলেস মঞ্জু’ নাটকটি রচনা করেছেন সাইফুর রহমান কাজল। পরিচালনায় মনির হাসান। এতে রিক্তার বিপরীতে অভিনয় করেছেন আ খ ম হাসান।

‘ধারের ভার’ নাটকটি রচনা করেছেন সাইফুর রহমান কাজল। পরিচালনায় সাখওয়াত হোসেন সৈকত। এতেও রিক্তার বিপরীতে অভিনয় করেছেন আ খ ম হাসান। স্মৃতি মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘জামাই সিরিজেও অভিনয় করেছেন রিক্তা। ‘করোনা জামাই’ নাটকটি রচনা করেছেন তানিয়া আফরোজ মৌমিতা। পরিচালানায় বর্ন নাথ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—আমিরুল ইসলাম নয়ন, হান্নান শেলি প্রমুখ।

‘থার্মোমিটার জামাই’ রচনা করেছেন এন ডি আকাশ। পরিচালনায় বর্ণ নাথ। ‘লাভার জামাই’ নাটকটি রচনা করেছেন স্বাধীন শাহ। পরিচালনায় বর্ণ নাথ। দুটি নাটকেই ফারজানা রিক্তার বিপরীতে অভিনয় করেছেন নয়ন বাবু। ‘আব্দুল বারেক জাপান যাবে’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হারুন রুশো। এতে রিক্তার বিপরীতে অভিনয় করেছেন আরফান আহমেদ।

সবগুলো নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা। কাজের ক্ষেত্রে সহশিল্পীরা অনেক সহযোগিতা করেছেন। নাটকগুলো নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিক্তা বলেন—সব মিলিয়ে খুব ভালো কাজ হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।

অমিতাভ রেজা পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রিক্তা। তারপর অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। ২০১৫ সালে ‘কার্তুজ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলতাবানু’।

 

ঢাকা/শান্ত