সারা বাংলা

বাসাইলে নদীতে নিখোঁজের ৪ দিন পর লাশ উদ্ধার

টাঙ্গাইলের বাসাইলে  নদীতে নিখোঁজের চারদিন পর এক ভ্যান রিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ঝিনাই নদীর তীরবর্তী আদাজান ব্রিজ এলাকা থেকে মজিবর রহমানের (৪০) লাশটি উদ্ধার করা হয়।

নিহত মজিবর ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর গ্রামের শামছুদ্দিন ফকিরের ছেলে।সে জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসা নিয়ে ভ্যান রিকশা চালাতেন। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ‘গত ১৯ জুলাই মজিবর কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় নদীর পাড়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন। এসময় ঘুড়িটি নদীতে পড়ে যায়। পরে তিনি ঘুড়ি উদ্ধারের জন্য নদীতে নেমে ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে ব্যর্থ হন। পরে লাশটি নদীর পানিতে ভেসে আজ বাসাইল উপজেলার আদাজান এলাকায় এসে আটকে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

শাহরিয়ার সিফাত/সাজেদ