নিজস্ব প্রতিবেদকসিলেট, ১ ফেব্রুয়ারি : এবছর থেকেই মুক্তিযোদ্ধারা ৫ হাজার টাকা করে ভাতা পাবেন। এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার দুপুরে সিলেটের রিকাবি বাজার সংলগ্ন কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘ভাতার পরিমাণ আরো বাড়াতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উল্লেখ্য বর্তমানে মুক্তিযোদ্ধারা ৩ হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন।
এই মুহূর্তে একাত্তর সালের মতো মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য জরুরী উল্লেখ করে মন্ত্রী বলেন, জামায়াত-শিবির জনগণের রক্ত নিয়ে হোলি খেলছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের পর তারা দেশে একের পর এক সহিংসতা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাই সকল যুদ্ধাপরাধীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে মুক্তিদ্ধোদের ঐক্যবদ্ধ করতে হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক শাজাহান খান।
সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র বদরউদ্দীন আহমেদ কামরান, মুক্তিযোদ্ধা কবীর আহমেদ খান, মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান প্রমূখ।
রাইজিংবিডি / প্রতিবেদক / আনু মোস্তফা