স্পোর্টস ডেস্কঢাকা, ৩ ফেব্রুয়ারি : আইপিএল এবং বিপিএলের সময় মরিসনকে দেখেননি এমন মানুষ হয়তো কমই আছেন। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান টিভি সেটের সামনে বসে দেখতে গিয়ে অনেকেই হয়তো বেশ বিরক্ত হয়েছিল তার অনর্গল কথা বলা দেখে। কথা একটু বেশি বললেও একজন সাদা মনের মানুষের নাম ড্যানি মরিসন। সদা হাস্যোরসাত্মক নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং বর্তমান সময়ের আলোচিত ধারাভাষ্যকার ও উপস্থাপক মরিসনের আজ ৪৮তম জন্মদিন।১৯৬৬ সালের ৩ ফেব্রুয়ারি তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে ২১ বছর বয়সে নিউজিল্যান্ড জাতীয় দলে তার অভিষেক হয়। মূলত তিনি বিশেষায়িত পেস বোলার হিসেবে খ্যাত। তার বলে দারুণ আউটসুয়িং ছিল। কিউইদের হয়ে তিনি ৪৮টি টেস্ট এবং ৯৬টি ওয়ানডে ম্যাচ খেলেন। টেস্টে তার সেরা বোলিং ফিগার ৮৯ রানে ৭ উইকেট এবং ওয়ানডেতে তার সেরা বোলিং ৩৪ রানে ৫ উইকেট।বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।রাইজিংবিডি / আমিনুল