আন্তর্জাতিক

আফ্রিকা মহাদেশে সংক্রমণ কমেছে ২০ শতাংশ

ইউরোপ মহাদেশে করোনার সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করলেও আফ্রিকা মহাদেশে দেখা দিয়েছে বিপরীত চিত্র। গেল এক সপ্তাহে আফ্রিকা মহাদেশে করোনার সংক্রমণ কমেছে ২০ শতাংশ। ৫৪টি দেশের মধ্যে ২৩টিতেই গেল কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে স্থায়ীভাবে কমেছে সংক্রমণ। 

আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও নিবারণ কেন্দ্রের (সিডিসি) একজন শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এমনটিই জানিয়েছেন। খবর আল জাজিরার।

স্বাস্থ্য কর্মকর্তা জন এনকেঙ্গাসং জানিয়েছেন আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের টেস্ট ও সংক্রমণ রুখতে অন্যান্য কাজ যথারীতি চলছে। যারা আক্রান্ত তাদের মধ্যে দুই-একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে সংক্রমণ বাড়ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কমছে সংক্রমণ। সংক্রমণ কমছে এটা ভেবে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। এখনই উদযাপন শুরু করা যাবে না। মহামারি কিন্তু শেষ হয়নি এখনো।’

আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশে এ পর্যন্ত ১২ লাখ আক্রান্ত হয়েছে। তার মধ্যে অর্ধেকর বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ২৮৬ জন। মারা গেছে ১৩ হাজার ৬২৮ জন। মিশরে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার। মারা গেছে ৫ হাজার ৩১৭ জন।