সারা বাংলা

ঘোড়াঘাট থানার ওসি প্রত‌্যাহার

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত‌্যাহার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে প্রত‌্যাহার করা হয়। দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ওসি আমিরুল ইসলামকে প্রত‌্যাহার করা হয়েছে। তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হচ্ছে। রংপুর সদর থানার পরিদর্শক আজিম উদ্দিনকে ঘোড়াঘাট থানায় নতুন অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি আমিরুল ইসলাম বলেন, ‘প্রত‌্যাহার করা হলে আমাকে চলে যেতে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমি কিছু জানি না।’

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলার সরকারি বাংলোতে হামলার শিকার হন ওয়াহিদা খানম ও তার বাবা।  পরদিন ৩ সেপ্টেম্বর ওয়াহিদা খানমের বড় ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত‌্যা চেষ্টার মামলা করেন। মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।