সারা বাংলা

খাতুনগঞ্জে পেঁয়াজের কেজিতে কমেছে ১৫ টাকা

দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম পাইকারিতে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে কমেছে কেজিতে ১০ টাকা। গতকাল বুধবার যেখানে পেঁয়াজ পাইকারিতে কেজি বিক্রি হয়েছিলো ৬৫ থেকে ৭৫ টাকা, সেখানে আজ বৃহস্পতিবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। খুচরা পর্যায়ে গতকাল যে পেঁয়াজ ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে, আজ তা বিক্রি হচ্ছে ৭০ টাকা।

সরেজমিন পরিদর্শনে খাতুনগঞ্জে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের আড়ত সমূহ ঘুরে দেখা গেছে, প্রতিটি আড়তেই পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। মজুদের বিপরীতে খুব একটা ক্রেতা লক্ষ্য করা যায়নি।

আবদুর রহমান নামের একজন আড়তদার রাইজিংবিডিকে বলেন, ‘আড়তে পেঁয়াজের প্রচুর মজুদ আছে, কোন সংকট নেই, দামও কমতির দিকে। গতকাল যে পেঁয়াজ পাইকারিতে ৭৫ টাকায় বিক্রি হয়েছে, তা আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। কোন কোন পেঁয়াজ ৫৫ টাকায়ও বিক্রি হচ্ছে।’

খাতুনগঞ্জের সবচেয়ে বড় পেঁয়াজের মার্কেট হামিদ উল্যাহ মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্পাদক মো. ইদ্রিস রাইজিংবিডিকে জানান, ‘পেঁয়াজের মূল্য এখন কমতির দিকে। গতকাল থেকে আজ পেঁয়াজের মূল্য কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। বাজারে পর্যাপ্ত ক্রেতা নেই। ক্রেতা সংকট থাকলে দাম আরও কমতে পারে। তবে চাহিদা বেড়ে গেলে দাম বাড়তে পারে।’

এদিকে খুচরা বাজারে বৃহস্পতিবার পেঁয়াজের মূল্য কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে।