শিল্প ও সাহিত্য

জোসনা বিষয়ক কবিতা

ঢাকা, ৬ ফেব্রুয়ারি :

জে এম রউফ-এরজোসনা বিষয়ক কবিতা

১.গ্রাম শহরে জোসনা ছড়ায়থালার সমান চাঁদরাজনীতির গ্যারাকলেদিনও যেন রাত।

২.পূর্ণিমায় ভেসে যাচ্ছে দেশটাবাইরের আলোকচ্ছটা শুধুতোমার চোখে নেই।তুমি বাইরের আলোভরাদৃশ্য দেখার চেষ্টাকরছো না মোটেই।অথচ পূর্ণ চাঁদের ভরা জোসনাএকদা তোমার খুবই প্রিয় ছিলো।সমুদ্র যেমন টানে মানুষকেতেমনি করেই প্রতি পূর্ণিমায়তোমায় টেনে নিয়ে যেতো জোসনা।জোসনার আলোয় কিভাবেজোকানিরা তাদের আলোকহারিয়ে হরহরিয়ে চলেগাছপালার ওপরে তাপহীনঅঢেল মায়াবী আলোকেমন ধাঁধার সৃষ্টি করেএসব দেখতে তুমি।রৌদ্রেই শুধু ছায়া হয় নাচাঁদের আলোও ছায়া সৃষ্টি করেসেই ছায়ায় লুকোচুরি করা যায়সেই খেলায় মাততে, যেন কিশোরী তুমি।আজও ভাসছে পুরো দেশপূর্ণিমার ভরা জোসনায়।সন্ধ্যার আগেই পূব আকাশেথালার মতো লাল চাঁদ ওঠে।রাতের আঁধার ঘনে আরজোসনা বাড়ে শহর ও গ্রামে।কিন্তু তোমার মনে যেন কিসের বিষাদতুমি আর জোসনা দেখতে চাও নাবাইরের লোকচ্ছটাকে তুচ্ছজ্ঞান করেতুমি থাকো আঁধার কুঠিরে।৩.সোনালী ধানক্ষেতে জোসনার ঢেউনদীর তরঙ্গে মেশে জোসনার আলোমাঠ-ঘাট-প্রান্তর আজ একাকারভরা পূর্ণিমার জোসনায়।অঁধারে দীপ হয়ে সন্ধ্যার পরপূর্ণ থালাবেশী চাঁদের জোসনাআমাকে-তোমাকে ডাকেস্নানে এসো, আমাকে মাখোশরীর জুড়াতে।আজ জোসনা স্নানের ডাক পেয়েমাঠের ধানের মতোনদীর জলের মতোচলো রাঙিয়ে উঠি দু’জনায়।

 

 

রাইজিংবিডি / রাশেদ শাওন