সারা বাংলা

নরসিংদীতে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে এ ক্যাপসুল

নরসিংদীতে ৩ লাখ ৫৮ হাজার ১৭২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। 

রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে জেলা স্বাস্থ্য বিভাগ সব প্রস্তুতি নিয়েছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, নরসিংদীর ৬টি উপজেলায় ১৮ হাজার ২০টি অস্থায়ী ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ২৩৬ জন শিশুকে ১ লাখ (আইইউ) ক্ষমতা সম্পন্ন একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ২০ হাজার ৯৩৬ জন শিশুকে ২ লাখ (আই ইউ) ক্ষমতা সম্পন্ন একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এই ক্যাম্পেইন সফল করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি ইউনিয়নে ১ জন ও প্রতি ওয়ার্ডে ৩ জন স্বাস্থ্যকর্মী এ কার্যক্রমের তদারকি করবেন।