আন্তর্জাতিক

বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বিতর্কে অংশ নিচ্ছেন না ট্রাম্প

নির্বাচনী প্রতিপক্ষ জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বিতর্কে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক হয়। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে নির্বাচনপূর্ব প্রথম বিতর্ক হয়। বিতর্কে দুই প্রার্থী পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করেন। রিপাবলিকান ও ডেমোক্রেট দুই প্রার্থীর মধ্যকার এই বিতর্ককে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল বিতর্ক হিসেবে বর্ণনা করেছিল মার্কিন সংবাদমাধ্যমগুলো।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের করোনার সংক্রমণ ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে বিতর্কের আয়োজক কর্তৃপক্ষ দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস দ্বিতীয়বারের বিতর্কের জন্য নতুন নিয়ম করেছে। এই নিয়ম অনুযায়ী, বিরোধী দুই প্রার্থী দূরবর্তী পৃথক স্থান থেকে বিতর্কে অংশ নেবেন।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমি ভার্চুয়াল বিতর্কে অংশ নিচ্ছি না। এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

ট্রাম্প অভিযোগ করেন, ডিবেট কমিশন তার প্রতিপক্ষ জো বাইডেনকে ‘সুরক্ষা’ দেওয়ার চেষ্টা করছে।